শিক্ষা সভ্যতার রূপায়ণ। আধুনিক ও বিজ্ঞানমনস্ক জাতি বিনির্মাণে শিক্ষাই সর্বোত্তম বিনিয়োগ। পাখির কলকাকলিতে মুখরিত ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ড থানার প্রত্যন্ত শীতলি গ্রামে বাবার অনুপ্রেরণায় ২০০২ সালে প্রতিষ্ঠা করি অত্র এলাকার শিক্ষার বাতিঘর হিসেবে পরিচিত হাজী বিশারত আলী মাধ্যমিক বিদ্যালয়। শিক্ষা, সভ্যতা, সংস্কৃতি ও ঐতিহ্যের স্তম্ভে দাঁড়িয়ে এ আলোকবর্তিকা আজ দেশব্যাপী তার দ্যুতি ছড়িয়েছে।
একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা করতে ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিজ্ঞানমনস্ক গুণাবলী সম্পন্ন জাতি গড়তে তথ্যপ্রযুক্তি সমৃদ্ধ শিক্ষার কোন বিকল্প নেই। এরই ধারাবাহিকতায় নির্মিত এই গতিশীল ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও গভার্নিং বডির সদস্যসহ সংশ্লিষ্ট সকলে প্রতি মুহূর্তে প্রতিষ্ঠান সম্পর্কিত সমস্ত তথ্য পৃথিবীর যেকোন প্রান্ত থেকে জানতে পারবেন। এছাড়া সিলেবাস, রুটিন, ফলাফল, হাজিরা, বিজ্ঞপ্তি, সাফল্য গাথা ও সকল ধরনের ফরম ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে সংগ্রহের প্রক্রিয়াটি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের এক উল্লেখযোগ্য পদক্ষেপ।
সর্বোপরি পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়া সাবেক ও বর্তমান শিক্ষক - শিক্ষার্থীর আত্মার মিল বন্ধন ঘটাতে এ ওয়েবসাইট অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমি আশাবাদী। বিদ্যালয়ের সার্বিক মঙ্গল ও সর্বোত্তম সাফল্য কামনায় -
মোহাম্মদ ফাইজুর রহমান
সভাপতি